১০৯ নং আল - কাফিরুন - Largest Sahih Bangla Quran and Hadith Collection Site

আসুন সবাই মিলে সহীহ বাংলা কুর'আন এবং হাদিস শিক্ষা করি ইসলামিক আলোকে জিবন গড়ি এবং অন্যকে ইসলামের প্রতি আহ্বান করি।

Monday, May 25, 2015

১০৯ নং আল - কাফিরুন

  بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।     قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ 01 বলুন, হে কাফেরকূল,     لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ 02 আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।     وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ 03 এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি     وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ 04 এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।     وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ 05 তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।     لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ 06 তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

No comments: