৯৫ নং আত - ত্বীন - Largest Sahih Bangla Quran and Hadith Collection Site

আসুন সবাই মিলে সহীহ বাংলা কুর'আন এবং হাদিস শিক্ষা করি ইসলামিক আলোকে জিবন গড়ি এবং অন্যকে ইসলামের প্রতি আহ্বান করি।

Thursday, May 28, 2015

৯৫ নং আত - ত্বীন

  بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।     وَالتِّينِ وَالزَّيْتُونِ 01 শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,     وَطُورِ سِينِينَ 02 এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,     وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ 03 এবং এই নিরাপদ নগরীর।     لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ 04 আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।     ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ 05 অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।     إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ 06 কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।     فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ 07 অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?     أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ 08 আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

No comments: