কুরআ'ন পাঠের আদব - Largest Sahih Bangla Quran and Hadith Collection Site

আসুন সবাই মিলে সহীহ বাংলা কুর'আন এবং হাদিস শিক্ষা করি ইসলামিক আলোকে জিবন গড়ি এবং অন্যকে ইসলামের প্রতি আহ্বান করি।

Monday, May 25, 2015

কুরআ'ন পাঠের আদব

"আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।" [সূরা আল আ’রাফ - ২০৪] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী : ‘নিশ্চয় এ কুরআন নাযিল হয়েছে বিষণ্নতা নিয়ে। অতএব, তোমরা যখন তা পড়বে তখন কাঁদবে। যদি কাঁদতে না পারো তাহলে কান্নার কসরত চালাবে।’ [ইবন মাজা : ১৩৩৭; আবদুর রাযযাক, মুসান্নাফ : ১৮৯১]

No comments: