মুমিনের প্রতি কবরে সুখকর চাপ
হযরত সাইদ ইবনে মুসায়েব (রা) বলেন , হযরত আয়েশা (রা) নবী করীম (সঃ) এর নিকত আরজ করলেন , হে আল্লাহ্র রাসুল ! আপনি যখন কবরে মুন কির – নাকির এর বিভতস কণ্ঠ এবং মৃত ব্যাক্তিকে কঠোর ভাবে চাপ দেয়ার কথা বলেছে ন ,তখন থেকি আমি কোন কিছুতেই শান্তি পাচ্ছি না এবং কিছুতেই আমার মনের অস্থিরতা দূর হচ্ছে না । নবী করীম (সঃ) বললেন ওহে ! আয়েশা ! মুনকীর নাকিরের কণ্ঠস্বর মুমিনের কাছে অনুরুপ সুখকর মনে হবে , সুরেলা কন্থের আওয়াজ যেমন মনমুগ্ধকর হয়ে থাকে । নয়ন জুগলে সুরমা ব্যাবহার করলে যেমন চোখে সুখ ও শান্তি অনুভুত হয় , কবরে মুমিন দের প্রতি মাটির চাপ ও অনুরুপ সুখকর ও শান্তি দায়ক হবে , কারো মাথা ব্যথা হলে যেমন তাঁর স্নেহ ময়ি মা পুত্রের মাথা আসতে আসতে চাপতে থাকেন , আর পুত্র তখন খুব আরাম ও শান্তি অনুভব করতে থাকে । ওহে আয়েশা মনে রাখবে, আল্লাহ্ তায়ালা সম্পর্কে সন্দেহ পোষণ কারীদের জন্য বড়ই দুর্ভাগ্য । তাদেরকে এমন ভাবে মাটির চাপ দেয়া হবে , যেমন দিমের ওপর পাথর রেখে চাপ দেয়া হয় । — শরহে সুদূর
Sunday, May 24, 2015
মুমিনের প্রতি কবরের সুখকর চাপ
Tags
# কবরের আযাব
About Unknown
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
কবরের আযাব
লেবেলসমূহ:
কবরের আযাব
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment