মুমিনের প্রতি কবরের সুখকর চাপ - Largest Sahih Bangla Quran and Hadith Collection Site

আসুন সবাই মিলে সহীহ বাংলা কুর'আন এবং হাদিস শিক্ষা করি ইসলামিক আলোকে জিবন গড়ি এবং অন্যকে ইসলামের প্রতি আহ্বান করি।

Sunday, May 24, 2015

মুমিনের প্রতি কবরের সুখকর চাপ

মুমিনের প্রতি কবরে সুখকর চাপ হযরত সাইদ ইবনে মুসায়েব (রা) বলেন , হযরত আয়েশা (রা) নবী করীম (সঃ) এর নিকত আরজ করলেন , হে আল্লাহ্‌র রাসুল ! আপনি যখন কবরে মুন কির – নাকির এর বিভতস কণ্ঠ এবং মৃত ব্যাক্তিকে কঠোর ভাবে চাপ দেয়ার কথা বলেছে ন ,তখন থেকি আমি কোন কিছুতেই শান্তি পাচ্ছি না এবং কিছুতেই আমার মনের অস্থিরতা দূর হচ্ছে না । নবী করীম (সঃ) বললেন ওহে ! আয়েশা ! মুনকীর নাকিরের কণ্ঠস্বর মুমিনের কাছে অনুরুপ সুখকর মনে হবে , সুরেলা কন্থের আওয়াজ যেমন মনমুগ্ধকর হয়ে থাকে । নয়ন জুগলে সুরমা ব্যাবহার করলে যেমন চোখে সুখ ও শান্তি অনুভুত হয় , কবরে মুমিন দের প্রতি মাটির চাপ ও অনুরুপ সুখকর ও শান্তি দায়ক হবে , কারো মাথা ব্যথা হলে যেমন তাঁর স্নেহ ময়ি মা পুত্রের মাথা আসতে আসতে চাপতে থাকেন , আর পুত্র তখন খুব আরাম ও শান্তি অনুভব করতে থাকে । ওহে আয়েশা মনে রাখবে, আল্লাহ্‌ তায়ালা সম্পর্কে সন্দেহ পোষণ কারীদের জন্য বড়ই দুর্ভাগ্য । তাদেরকে এমন ভাবে মাটির চাপ দেয়া হবে , যেমন দিমের ওপর পাথর রেখে চাপ দেয়া হয় । — শরহে সুদূর

No comments: